Logo Image
আমরা মানুষ
আমরাই মানুষের বিপদে পাশে এসে দাড়াই।

আমাদের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য দুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষ, যাদের জন্য শীতকাল একটি দুঃস্বপ্নের মত। যারা অপেক্ষায় থাকে আমাদের সহায়তা পাবার আশায়। আর তাই আমাদের এবারের আয়োজন বিডি ফাইন্যান্স সহায়তা।

আর্থিক নয় বরং আপনাদের সমর্থন আর ভালবাসা পেলেই বিডি ফাইন্যান্স টিম ছুটবে শীতকালীন প্রয়োজনীয় সামগ্রী নিয়ে অসহায় মানুষদের কাছে। বিডি ফাইন্যান্স এ ডিপোজিটকৃত অর্থের ০.৫ শতাংশ সমপরিমান অর্থ সহায়তা প্রদান করবো আমরা। অর্থাৎ আপনার জমাকৃত মূলধন পুরোটাই থাকছে সুরক্ষিত, আপনার পক্ষ থেকে সহায়তা প্রদান করবে বিডি ফাইন্যান্স।

এছাড়াও শুধুমাত্র সমর্থন করেই এই আয়োজনের অংশীদার হতে পারবেন আপনি। প্রতিটি সমর্থনের বিপরীতে এই আয়োজনে ২০ টাকা সহায়তা প্রদান করবে বিডি ফাইন্যান্স।  নিজেকে মানুষ হিসেবে প্রমাণ করতে, অসহায় মানুষগুলোর কাছে সহায়তা পৌঁছে দেওয়ার এইতো সময়!

*প্রতিটি ইউনিক সমর্থন এর পরিপ্রেক্ষিতে বিডি ফাইন্যান্স এর পক্ষ থেকে ২০ টাকা এই আয়োজনে সহায়তা করা হবে